মেয়েদের জন্য সেরা ছয়টি ব্যবসার আইডিয়া! Some of the best business ideas for girls

 বর্তমানে ছেলে মেয়ে দুজনেই তাদের ক্যারিয়ার হিসাবে ব্যবসা বেছে নিতে চান। কারণ ছেলে মেয়ের দুজনের এ সমান অধিকার রয়েছে। টাকা সবারি প্রয়োজন ছেলে হক বা মেয়ে। এই জন্য মেয়েরা টাকা ইনকাম করার জন্য বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছে। যে মেয়েরা ব্যবসা করতে ইচ্ছুক আজকের আর্টিকেল তাদের জন্য।

ব্যবসা কি

what is business

ব্যবসা হলো, ব্যবসার ইংরেজি শব্দ হলো (business) যা মুনাফা অর্জনের আশার পণ্য বা সেবা বিক্রয় করাকে ব্যবসা বলে।

১. পার্লার ব্যবসা 

Parlor business

মেয়েরা পার্লার এর নাম শুনলে কোন মেয়ের মন চাংগা হয় না এমন একটা মেয়ে পাওয়া অসম্ভব। মেয়েরা পারলে দিন রাত ২৪ ঘন্টা সেজেগুজে থাকত। বর্তমানে বিউটি পার্লার এসে মেয়েদের জন্য নিত্য নতুন নতুন ফ্যাশন হয়ে ওঠেছে। বর্তমানে সারাবিশ্বে মানুষের রূপচর্চায় মানুষের মন কেরে নিয়েছেন। আর রুপজগতে সবাই নিজেকে ভাসিয়ে রাখতে পছন্দ করে। সময়ের সাথে সাথে সাজঘরেরও পরিবর্তন হয়েছে। বর্তমানে দেখা যায় যে কোন অনুষ্ঠান হলেই সাজগুজের জন্য পার্লার ছাড়া কোন কিছুই দেখে না। সেই জন্য পার্লারের এতো চাহিদা।তাই দিনে দিন পার্লারের ব্যবসা বেরেই চলেছে। তাই আপনার কর্মসংস্থান হিসাবে এই পার্লার ব্যবসা বেছে নিতে পারেন।

২. দর্জি বা সেলাইমেশিন 

Tailor or sewing machine

বর্তমানে সবচেয়ে সহজ এবং কম পুজিতে লাভজনক ব্যবসা হলো দর্জি বা সেলাইমেশিন ব্যবসা। এই ব্যবসা মেয়েরা ঘরে বসেই করতে পারেন। এই ব্যবসায় বেশি পুজি লাগে না। ৫ হাজার টাকা পুজি হলেই এই ব্যবসা করতে পারবেন। 

৩. কন্টেন্ট রাইটিং 

Content writing

বর্তমানে ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা ব্যবসার প্রতিষ্ঠান প্রচার করার জন্য কন্টেন্ট রাইটিং ব্যবহার করে থাকেন। আপনি যদি ভালো মানের কন্টেইন রাইটিং বুঝেন তাহলে ঘরে বসেই এই কাজ করতে পারবেন। বর্তমানে অনেক মেয়েরা তাদের কর্মসংস্থান হিসাবে এই কন্টেইন রাইটিং বেছে নিয়েছেন।ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
Previous Post
No Comment
Add Comment
comment url